শনিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন পয়েন্টে শহীদ কামারুজ্জামান টেক্সটাইল ইন্সটিটিউটের শিক্ষার্থী ও উপজেলা সকল স্কুল কলেজের ছাত্রসহ সেনা বাহিনি ও ট্রাফিকরা ট্রাফিক নিয়ম নিয়ন্ত্রনের কাজ করতে দেখাগেছে।
এসময় শিক্ষার্থীরা মটরসাইকেল আরোহীদের হেলমেট পরে নিয়ম মেনে গাড়ী চালানোর অনুরোধ করছেন।
এছাড়া তারা সবাইকে দ্রুত গতিতে গাড়ী না চালানোর জন্যে পরামর্শ দিচ্ছেন। শহীদ কামারুজ্জামান টেক্সটাইল নওগাঁর মান্দায় আনছার,ফায়ার সার্ভিসের পাশাপাশি ট্রাফিকের দায়িত্ব পালনে রাস্তায় কাজ করছেন শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখাগেছে, রাজশাহী-নওগাঁ মহাসড়কের ফেরিঘাট, প্রসাদপুর, সতিহাট ও দেলুয়াবাড়ী বাজার এলাকায় সড়ক দুর্ঘটনা এড়াতে আনছার,ফায়ার সার্ভিসের পাশাপাশি শিক্ষার্থীরা কাজ করে যাচ্ছেন।
এসময় শিক্ষার্থীরা মটরসাইকেল আরোহীদের হেলমেট পরে নিয়ম মেনে গাড়ী চালানোর অনুরোধ করছেন। এছাড়া তারা সবাইকে দ্রুত গতিতে গাড়ী না চালানোর জন্যে পরামর্শ দিচ্ছেন।
তারা আরো জানান, আমাদের দায়িত্ব পালন ও কাজ দেখে সবাই যেন সতর্ক ভাবে চলাচল করেন। শিক্ষার্থী রবিউল ইসলাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রাসেল হোসেন জানান, যানজট ও দূর্ঘটনা এড়াতে সকলকে নিয়ে সেচ্ছায় কাজ করছি।
তারা আরো জানান, আমাদের দায়িত্ব পালন ও কাজ দেখে সবাই যেন সতর্ক ভাবে চলাচল করেন।
Leave a Reply