মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের সাইংজুরী রামেশ্বরপট্টি যুব সংঘ নাট্য গোষ্ঠীর উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতায় দুই দিনব্যাপী ঈদ পূর্ণমিলনী নাট্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২ এপ্রিল বুধবার রাত্রে সাইংজুরী আল আমীন মার্কেট চত্বরে রাত ৯ টায় নাট্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মোঃ দুলাল মিয়া রচিত, কালা চাঁন পরিচালিত, দেলোয়ার হোসেন নিবেদিত সামাজিক নাটক ‘মানুষ রুপি শয়তান’। নাটক দেখতে আসা এলাকার শত শত মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
নাট্য অনুষ্ঠান উদ্বোধন করেন বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল আওয়াল খান। সমাজসেবক মোঃ আল-আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোন্দকার নুরুল হোসেন ল’ কলেজের সভাপতি ও বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এর কনিষ্ঠ পুত্র খোন্দকার আকতার হামিদ পবন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াখোড়া ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ফজলুল হক, বালিয়াখোড়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ড সভাপতি মোঃ ছোরহাব মাতাব্বর, বালিয়াখোড়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ রাজ্জাক মিয়া, বালিয়াখোড়া ইউনিয়ন শাখার ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ তৌকিরসহ ও আরো অনেকেই।
Leave a Reply