কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৯৯৯এ ফোন পেয়ে ৫৪ পুড়িয়া হিরোইনহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক হয়েছে।
মাদক বিক্রির সময় ৯৯৯ ফোন পেয়ে ৫৪ পুড়িয়া হিরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর ) দুপুরে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামে অভিযান চালিয়ে শামছুল হক (৪৯) কে আটক করা হয়।
আটককৃত শামছুল হক উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের হায়াত আলীর ছেলে। সে দীর্ঘদিন থেকে এলাকায় মাদকের ব্যবসা করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে মাদক বিক্রি কালে স্থানীয় এলাকাবাসী ৯৯৯ নম্বরে ফোন করে জানায়। পরে ভূরুঙ্গামারী থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শামছুল হককে ৫৪ পুড়িয়া হিরোইন সহ আটক করে থানায় নিয়ে আসে।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। তাকে কোটে পাঠানোর প্রস্তুতি চলছে।
Leave a Reply