ভূরুঙ্গামারীতে পাথরবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত :
শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩
১৩৯
বার পঠিত
ভূরুঙ্গামারীতে পাথরবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাথর বোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবকের আশরাফুল ইসলাম (৩২)। সে পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার ইন্দ্রার পাড় এলাকার নূরুল ইসলাম এর ছেলে।
শনিবার (১৪ জানুয়ারি ) সন্ধ্যা সোয়া সাতটার দিকে উপজেলার বঙ্গ সোনাহাট বাজার এলাকায় মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভূরুঙ্গামারী বাজার থেকে অটোরিকশা যোগে বাড়িতে ফিরছিলেন আশরাফুল। সোনাহাট বাজারে এসে অন্য একজনকে ডাকার জন্য অটো থেকে মাথা বের করে। এমন সময় সোনাহাট স্থলবন্দর থেকে পাথর বোঝাই (রংপুর মেট্রো-১১০৫৪৫ ) নম্বরের একটি ড্রাম ট্রাকের সাথে ধাক্কা লেগে।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে আনা হয়েছে। লাশের প্রাথমিক সুরহতাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply