কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছাত্রলীগের নেতাকর্মী কর্তৃক শিলখুড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে মারপীট করার জেরে ২৯ আগষ্ট উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হলে ছাত্রদলের ১১ নেতাকর্মী আহত হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের পাগলারহাট বাজারে।
জানাগেছে শিলখুড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী পাগলারহাট বাজার বণিক সমবায় সমিতির সভাপতির পদে থাকায় দীর্ঘ দিন থেকে আওয়ামীলীগপন্থীরা তাকে অপসারণের চেষ্টা করে আসছে।
এরই জের ধরে ২৮ আগষ্ট বুধবার রাত আনুমানিক ১২ টার সময় একই এলাকার মোজাম্মেল হকের পুত্র কুড়িগ্রাম সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সদস্য আশরাফুল আলম(২৫), উত্তরছাট গোপালপুর গ্রামের আব্দুর রহিম মুন্সীর পুত্র গোপালগঞ্জ শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের হল শাখার সাধারণ সম্পাদক ও মেঃ ওয়াজেদ আলী(২৫) ও দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের আব্দুর রহিমের পুত্র , ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাকিল মিয়া (২৩) ও স্থানীয় আওয়ামীলীগের জালাল উদ্দিন পাগলারহাট বাজারে শিলখুড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়।
পরের দিন বৃহস্পতিবার বিকাল ৪ টায় মোহাম্মদ আলী রাতের হামলার ঘটনার বিচার চেয়ে পাগলারহাট চেয়ারম্যান মোড়ে ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠন ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে বৈঠক করে।
বৈঠকে রাতে আশরাফুল, ওয়াজেদ, সাকিল ও জালাল উদ্দিন কেন তার উপর হামলা করল বিষয়টি জানার জন্য প্রথমে ওয়াজেদ আলীর বাড়িতে গিয়ে তাকে না পেয়ে ঘটনার মুলহোতা আশরাফুল আলমের বাড়িতে গিয়ে ডাকাডাকি করার সময় ছাত্রলীগের ১৫/২০ জন নেতাকর্মী হাতে দা, বেকি, ছুরি ও লোহার রড নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ হামলায় ছাত্রদলের ১১ নেতাকর্মীকে মারপীট ও কুপিয়ে রক্তাক্ত করে।
ওই সময় বিক্ষুদ্ধ হয়ে বিএনপি ও বাজারের লোকজন ছাত্রলীগের নেতা আশরাফুল আলমের বাড়ি ভাংচুর করে। পরে আহতদের চিকিৎসার জন্য ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এছাড়াও আরও তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফাড করা হয়েছে।
এবিষয়ে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, এখন পর্যন্ত কারো অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply