বৃহঃপতিবার ৮ আগস্ট সকাল এগারোটায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার তিনকোনা জিরো পয়েন্ট মোড়ে দেশের ক্রান্তিলগ্নে সামাজিক সম্প্রীতি সুসংহত করতে ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে এক্টিভিস্তা কুড়িগ্রাম মানববন্ধন করেছে।
সম্প্র্রতি দেশের নৈরাজ্য, হাঙ্গামা, হুমকী, মানুষের প্রতি সহিংসতা, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি থেকে বিরত থাকতে এবং ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা, শান্তি বজায় রাখতে এক্টিভিস্তা কুড়িগ্রাম উদয়াঙ্কুর সেবা সংস্থা ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় উক্ত মানববন্ধন এর আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন, শারার মাহবুব ধ্রুব, ইন্সপিরেটর একশনএইড বাংলাদেশ, আব্দুল কুদ্দুস সরকার, প্রোগ্রাম অফিসার, উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম প্রমুখ।
Leave a Reply