যখন উপযুক্ত সময়।ভালোভাবে প্রস্তুতকৃত জমিতে বপনের ২-৩ সপ্তাহ আগে হেক্টরপ্রতি ৩.৫ টন গোবর সার মিশিয়ে দিতে পারলে ভালো। পাটের ভালো ফলনের জন্য বপনের দিন শতাংশ প্রতি ইউরিয়া-৩০০ গ্রাম, টিএসপি-৬০০ গ্রাম, এমওপি-১০০ গ্রাম ও ৫০ গ্রাম বোরিক এসিড সার শেষ চাষের সময় মাটিতে ভালোভাবে মিশিয়ে দিতে হবে।আর চরাঞ্চলের জমি হলে প্রতি শতাংশে ৫০ গ্রাম মনোজিংক,৫০ গ্রাম ম্যাগনেসিয়াম শেষ চাষে জমিতে প্রয়োগ করতে হবে।
জেনে নিন>> পাট চাষ
চারা গজানোর ১৫ থেকে ২০ দিন পর শতাংশ প্রতি ৩০০ গ্রাম ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে এবং এর ৩০ থেকে ৪০ দিন পর দ্বিতীয়বারের মতো আবার শতাংশ প্রতি ৩০০ গ্রাম ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। প্রয়োজনে অন্যান্য সার দিতে হবে।
Leave a Reply