নীলফামারীতে বিএনপি সহ এর অঙ্গ সহযোগী সংগঠনের কার্যালয়ে ভাংচুর অগ্নি সংযোগের অভিযোগে সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও নীলফামারী ২ আসনের সাংসদ সদস্য আসাদুজ্জামান নূর, বাংলাদেশ ছাত্র লীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ ১২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম বাবলা।
বৃহস্পতিবার বিকেলে নীলফামারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিসটেট আমলী আদালত ১ এ ওই মামলাটি দায়ের করেন। এবং একই মামলায় আসামি করা হয় নীলফামারী সদর থানার সাবেক অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম। এবং এই মামলায় আরো অঙ্গাত ৩০০ জনকে আসামি করা হয় ।
আদালতের বিঙ্গ বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্টেট মোহাম্মদ শাহিন কবির মামলাটি গ্রহণ করেন এবং সদর থানার অফিসার ইনচার্জ কে এফ আই আর হিসেবে গ্রহণের নির্দেশ দেন ।
এবং তাতে সংগঠনের আনুমানিক ২ লাখ টাকার ক্ষতি হয়। এবং আসামিরা জেলা শহরের শাহাদাত হোসেন সরকারের দোকান, জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, ও সহসভাপতি সেলিম ফারুকের বাড়ি সদর উপজেলার যুবদলের আহবায়ক শামীম শাহ্ আলম তমু, এবং জেলা বিএনপির সদস্য শহীদ জাহাঙ্গীর আলম স্বপনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর এবং অগ্নি সংযোগ এবং লুটপাট চালায় ।
মামলার বিষয়ে নীলফামারী সদর থানার পরিদর্শক তদন্ত এম আর সাইদ বলেন এখনো আদালতের কোন আদেশ আমার কাছে এসে পৌঁছেনি।
Leave a Reply