দেশ ব্যাপী নারীর বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ,অনলাইনে হেনস্তা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে ছাত্র দল কাউনিয়া কলেজ শাখা সোমবার দুপুরে কলেজ মাঠে আধাঘণ্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মানববন্ধন কর্মসূচি পালন কালে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য ও কাউনিয়া কলেজের ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আবু আশরাফুল সিদ্দিক পরাগ,কলেজ ছাত্র দলের সভাপতি মোঃ আলেপ নুর,সিনিয়র সহ-সভাপতি লিমন মিয়া, সাধারণ সম্পাদক মোঃ কাউসার, সাংগঠনিক সম্পাদক ওয়াসিম, সহ-সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম হৃদয়, দপ্তর সম্পাদক মিথুন মিয়া, সদস্য রিয়াল, আরাফাত, রাব্বি, জাহিদ, শাওন প্রমূখ।
বক্তারা অবিলম্বে দেশ ব্যাপি নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ বন্ধ, আইন শৃঙ্খলার উন্নতি করণের দাবী জানান। মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীরাও অংশ গ্রহন করে।
Leave a Reply