চলমান পরিস্থিতিতে সংখ্যালঘুদের উপর নিপীড়নের প্রতিবাদে ও সনাতন ধর্মালম্বীদের ৮ দফা বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল ৪টায় উপজেলা প্রবেশদার সড়কে এ সমাবেশ হয়। নাগেশ্বরী উপজেলার সকল সনাতন ধর্মালম্বীদের আয়োজনে মিছিল প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে উপজেলার প্রতিটি ইউনিয়নের আওমীলীগের নেতা ও কর্মীদের দেখা গেছে।
এ বিষয়ে আয়োজকদের পৌর এলাকার ফন্টু (ছদ্ধনাম) ও রায়গঞ্জ ইউনিয়নের উমা চরণ (ছদ্ধনাম) জানায়, সমাবেশে আওয়ামীলীগের নেতা কর্মী উপস্থিতি থাকলেও তারা কিন্তু সংখ্যালঘু। জয়শ্রীরাম, উলুধনী ও সংক বাজিয়ে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন শুরু হয়।
উপজেলায় হিন্দুদের উপর হামলা নির্যাতনের বিষয়ে জানতে চাইলে আয়োজক কমিটির হরচন্দ্র নাথ ও সভ্য স্বাচী শাহ বলেন, নাগেশ্বরীতে সংখ্যালঘুদের উপাসশনালয়, ঘর-বাড়ীতে কোন প্রকার ভাংচুর ও হামলার ঘটনা ঘটে নাই। নাগেশ্বরীর পরিবেশ শান্ত। বাংলাদেশের চলমান পরিস্থিতিতে হিন্দুদের উপর হামলার বিরুদ্ধে আমাদের এই কর্মসূচী।
অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মোহাম্মদ ইউনুস এর প্রশংসা করে চলমান পরিস্থিতি নিরসনের জোর দাবী জানায় আয়োজকরা ।
Leave a Reply