কুড়িগ্রামের নাগেশ্বরীতে মহিদেব যুব সমাজ কল্যাণ এর উদ্যোগে এমজেএসকে এর লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মেয়ে শিশু বান্ধব পরিবেশ উন্নয়নে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করেন। উপজেলার চরাঞ্চল বন্যাকবলিত এলাকার অবহেলিত শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নির্মাণ, দেয়াল তৈরী, ওয়াস ব্লকসহ শিক্ষা বান্ধব পরিবেশ তৈরীতে ভূমিকা রাখে।
বেরুবাড়ী রহমানিয়া দাখিল মাদ্রাসা, মমিনগঞ্জ কেরামতিয়া দাখিল মাদ্রাসা, শিরিশপুর মাাদারগঞ্জ বশিরিয়া দাখিল মাদ্রাসা, শালমারা দাখিল মাদ্রাসা, কালিগঞ্জ হুজুর আলী উচ্চ বিদ্যালয় এবং কালিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে শিশু ও শিক্ষা বান্ধব পরিবেশ তৈরী ও অবকাঠামো তৈরী করে শিক্ষার মান উন্নয়ন করেছে। ফলে প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে।
এ বিষয়ে গতকাল সোমবার উপজেলা প্রশাসন হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা ও প্রকল্প সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, প্রকল্প ম্যানেজার তারেক আজিজ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার কর্মীবৃন্দ।
Leave a Reply