কুড়িগ্রামে নাগেশ্বরীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
“সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্যে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা” কুড়িগ্রামের নাগেশ্বরীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৩ পালিত হয়েছে।
পরে আরডিআরএস বাংলাদেশ বেরুবাড়ী শাখার ইউনিয়ন ফেডারেশনের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বেরুবাড়ী ইউনিয়নের ১৭০ জন প্রবীণ এবং ৩০ জন যুব সদস্যসহ, সমৃদ্ধি কর্মসূচির কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যান ও সুধীজনদ অংশগ্রহণ করেন।
ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি জামাল উদ্দিন ব্যাপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমৃদ্ধি ও প্রবীণ কর্মনূচি, রংপুর-এর টিম লিডার বিদ্যুৎ কুমার সাহা।
বিশেষ অতিথি, বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান মো. সোলায়মান আলী, আরডিআরএস বাংলাদেশ এর আ লিক ব্যবস্থাপক নুরুজ্জামান, এলাকা ব্যবস্থাপক লিটন মিয়া, বেরুবাড়ী শাখা সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী ইকবাল সাহাদত প্রমুখ।
Leave a Reply