ধানের ব্যাকটেরিয়াজনিত পাতা পোড়া(বিএলবি) রোগ দমনে করণীয়:
আমন ধানের ক্ষেতে একটি সমস্যা লক্ষ্য করা যাচ্ছে সেটি হল ধান গাছের পাতা উপর থেকে হলুদ বর্ণ হয়ে নিচের দিক পর্যন্ত শুকিয়ে যাচ্ছে। এটিকে ধানের ব্যাকটেরিয়াজনিত পাতা পোড়া (বিএলবি রোগ) বলে।
জমির পানি বের করে দিয়ে জমি ভেদে ৭-১০ দিন শুকনো রাখতে হবে।
রোগাক্রান্ত ক্ষেতে বিঘা প্রতি (৩৩ শতাংশ) ৫-৭ কেজি এমওপি (পটাশ) সার উপরি প্রয়োগ করতে হবে।
আক্রন্ত জমিতে ইউরিয়া সার প্রয়োগ করা যাবে না।
জানুন>>কার্তিককার্তিক মাসে কোন কোন সবজি চাষ করবেন
বালাইনাশক ব্যবহার:
প্রতি লিটার পানিতে ৬ গ্রাম সালফার (থিয়োভিট/কুমুলাস/ ফসলভিট/সালফেক্স/গেইভেট/হাদিয়াভিট/ম্যাকসালফার/ মাইক্রোথিয়ল স্পেশাল ৮০ ডাব্লিউপি যে কোন একটি) এর সাথে প্রতি লিটার পানিতে ৪ গ্রাম
কুইক পটাশ/ ফাষ্ট পটাশ/ মিমপটাশ সার যে কোন একটি এবং প্রতি লিটার পানিতে চিলেটেড জিংক ০.২৫ গ্রাম (১০ লিটারে ২.৫ গ্রাম) হারে একত্রে মিশিয়ে বিকেলে স্প্রে করতে হবে।
জেনে নিনি>>বারি সরিষা-১১ সরিষা চাষ পদ্ধতি
তারপরও যদি রোগের আক্রমণ না কমে। বরং রোগের আক্রমন বেশি হয় তাহলে করণীয়:
বিসমাথিওজল গ্রুপের বালাইনাশকনাশক যেমন-ব্যাকট্রোবান ২০ ডাব্লিপি/ ব্যাকট্রল ২০ ডাব্লিউ পি/ রাদি ২০ ডাব্লিউ পি/ অটোব্যাক ২০ ডাব্লিউ পি/ বিসমাজল ২০ ডাব্লিউপি যে কোন একটি বালাইনাশক প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে বিকেলে স্প্রে করতে পারেন।
জানুন>>কৃষি ও কৃষকের কার্তিক (মধ্য অক্টোবর – মধ্য নভেম্বর) মাসে করণীয়
অথবা অনলাইন ১ গ্রাম হারে লিটারে/ কিমিয়া ৩ গ্রাম হারে লিটারে/ কাসুমিন ২ মিলি হারে লিটারে/ কাইসিন ০.৮ গ্রাম হারে লিটারে/ কপার ব্লু/ ব্লিটক্স ৩ গ্রাম হারে লিটারে/ জিবাল/ চাম্পিয়ন ৩ গ্রাম হারে লিটারে/ ব্যাকটাফ ১.৫ গ্রাম হারে লিটারে/ নির্ভয় ৩ গ্রাম হারে লিটারে/ টিমসেন ১ গ্রাম হারে প্রতি লিটার কোন একটি বালাইনাশক পানিতে মিশিয়ে বিকেলে স্প্রে করতে পারেন।
Leave a Reply