রাজশাহী উপকন্ঠ কাটাখালী মৃধাপাড়াতে মাদ্রাসার জমি দান করে ১৬ বছর পর সেই জমি গোপনে ব্যাংক মরগেজ রাখার অভিযোগ উঠেছে।
অভিযোগ উঠেছে অত্র মাদ্রাসার জমি দাতা আলহাজ্ব সেলিম মৃধা ডাবুর বিরুদ্ধে।
এবং ৭২ ঘন্টার মধ্যে মাদ্রাসার জমি থেকে স্থাপনা সরিয়ে নিতে বিভিন্ন মাধ্যম দিয়ে হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ করেন অত্র মাদ্রাসার পরিচালক হাফেজ ক্বারী মো আবুল হোসেন।
এ বিষয়ে আরএমপি কাটাখালী থানায় একটি অভিযোগ দায়েরও করেছেন ভুক্তভোগী আবুল হোসেন।
অভিযোগ সুত্রে যানা যায়, কাটাখালীর উপকণ্ঠ দারুল কোরআন একাডেমি মাদ্রাসার জন্য ২০০৭ সালে মৌখিকভাবে জমি দান করেন মৃধাপাড়া এলাকার আলহাজ্ব সেলিম মৃধা ডাবু নামে জৈনক এক ব্যক্তি । তিনি এই জমি ইসলামি ব্যাংক রাজশাহী বানেস্বর শাখায় মাদ্রাসা কর্তৃপক্ষকে গোপন করে এই মরগেজ রেখেছেন।
দীর্ঘ ষোল বছর পর মাদ্রাসা পরিচালনা হওয়ার পর জমিদাতা মাদ্রাসার স্থাপনা সরিয়ে নিতে বলাই দুশ্চিন্তায় ভুগছেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও ৭০ জন শিক্ষার্থীরা।
মাদ্রাসা সুত্রে যানা যায়, হাফেজ ক্বারী মোঃ আবুল হাসান এর পরিচালনায় ১৬ বছর যাবত দারুল কোরয়ান একাডেমি জনগণের দানের টাকায় পরিচালিত হয়ে আসছে।
গত ১১ সালে মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠানে তিনি জনসম্মুখে মাদ্রাসার জমি দানের কথা ঘোষণা করেছিলেন এবং এলাকাবাসীকে মাদ্রাসাতে দানের জন্য আহব্বানো জানিয়েছিলেন।
এ বিষয়ে মাদ্রাসার পরিচালক হাসান বলেন, প্রায় ১৫-১৬ বছর আগে জমিদাতা ডাবু আমাকে মাদ্রাসার স্থাপনা তৈরি করতে অনুমতি দেন এবং কিছুদিনের মধ্যে মাদ্রাসার নামে জমি রেজিস্ট্রি করে দেওয়ারও কথা বলেন।
আজকাল করতে করতে কাল ক্ষেপণ করে ১৬ টা বছর পার করেছেন তবুও মাদ্রাসার নামে জমি রেজিস্ট্রি করে দেন নাই। আজ আমি এই ৭০ জন ছাত্রকে নিয়ে কোথায় যাব খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে আছি। এই মাদ্রাসা দাঁড় করাতে আমাদের ১৫ থেকে ২০ লক্ষ টাকা আমাদের খরচ হয়ে গেছে।
এ বিষয়ে প্রফেসর আব্দুস সালাম বলেন, আমি মাদ্রাসা চালুর প্রথম থেকে জড়িত আছি এবং এ জমি ডাবু হাজী নিজে রেজিস্ট্রিও করে দিতে চেয়েছেন। তিনি আজ কি কারণে জমি দিতে অস্বীকার করছেন সেটা আমার বোধগম্য নয়।
এ বিষয়ে ডাবু হাজী বলেন, আমি মাদ্রাসাকে জমি দানের কথা বলেছিলাম তখন আমার অবস্থা ভালো ছিল কিন্তু এখন আমার অবস্থা দেউলিয়ার মত। তাই পরিস্থিতির শিকার হয়ে বাধ্য হয়ে এ জমি ব্যাংকের কাছে বন্ধক রেখেছি। যদি কোনদিন আমার সামর্থ্য হয় তখন আমি মাদ্রাসাকে জমি দানের বিষয়ে চিন্তা করব।
Leave a Reply