মোবাইলে ডাটা কেনার পর ব্যবহার করে ডাটা শেষ হওয়ার অনেক আগেই মেয়াদ শেষ হয়ে যায়। এভাবে অধিকাংশ মোবাইল ডাটা ব্যবহারকারীকে প্রচুর পরিমান ডাটা খোয়াতে হয়।এখন আর ব্যবহার না করে এমনিতেই ডাটা খোয়া যাবে না। আজ থেকে মোবাইল অপারেটররা চালু করলো আনলিমিটেড ডাটার মেয়াদ।অবশ্য আনলিমিটেড প্যাকেজ কিনলে ডাটার মেয়াদ এক বছর পাওয়া যাবে।
আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) গ্রাহক সেবার মান উন্নত করতে মোবাইলের আনলিমিটেড ডাটা প্যাকেজ এবং নিরবচ্ছিন্ন মাসিক ইন্টারনেট প্যাকেজের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
শুরুতে আনলিমিটেড ডাটা প্যাকেজের মধ্যে গ্রামীণফোনে ১ হাজার ৯৯ টাকায় ১৫ জিবি এবং ৪৪৯ টাকায় ৫ জিবি প্যাকেজ কেনা যাবে।
এছাড়া, রবিতে ৩১৯ টাকায় ১০ জিবি, বাংলালিংকে ৩০৬ টাকায় ৫ জিবি এবং টেলিটকে ৩০৯ টাকায় ২৬ জিবি ও ১২৭ টাকায় ৬ জিবি পাওয়া যাবে।আনলিমিটেড ডাটা প্যাকেজের মেয়াদ হবে এক বছর।
এ অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার উপস্থিত ছিলেন।
Leave a Reply