নীলফামারীর ডোমারে ভ্রাম্যমাণ আদালতে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ডোমার উপজেলার ০৭ নং বোড়াগাড়ী ইউনিয়নের বোড়াগাড়ী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার ০১ নভেম্বর দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপির নের্তৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় মেয়াদোত্তীর্ণ ও খাবার অযোগ্য খাদ্য সংরক্ষণ, হোটেলের খাদ্যদ্রব্যে নিষিদ্ধ শাল্টু, আয়োডিন বিহীন লবন ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ করার অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারায় হোটেল মালিক অলিয়ার রহমানকে ১০ হাজার; আনারুল ইসলামকে ২ হাজার টাকা চামার পাড়া মোড়ের কনফেকশনারি দোকানের মালিক ইমরানকে ২ হাজার টাকাসহ সর্বমোট ১৪ হাজার টাকা জরিমানা আদায়ের পাশাপাশি মেয়াদোত্তীর্ণ অযোগ্য খাদ্যদ্রব্য জনসম্মুখে ধ্বংস করা হয়।
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সহযোগিতা প্রদান করেন ডোমার থানার এএসআই জগবন্ধু রায়ের নের্তৃত্বে পুলিশ সদস্যবৃন্দ।
দাপ্তরিক কাজে সহযোগিতা করেন শাহরিয়ার কবির উপজেলা ভূমি অফিস।
Leave a Reply