ডোমারে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমারে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের উদ্যোগে মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২শে মে) ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিতর্ক প্রতিযোগিতায় অন্যান্নদের মাঝে পৌর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস আইয়ুব, সোনারায় উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নুরল ইসলাম বিএসসি, বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনে সাধারণ সম্পাদক আনজারুল হক, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রহুল আমিন, সহকারী শিক্ষক আসাদুজ্জামান আসাদ, সহকারী শিক্ষক মালা জেসমিন প্রমূখ।
উক্ত প্রতিযোগিতায় বহুমুখী উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সোনারায় উচ্চ বিদ্যালয় এবং বালিকা বিদ্যা নিকেতনের দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় আজকের বিজয়ী দল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
পরিশেষে অনুষ্ঠানের প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিগন বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলে দেন।
Leave a Reply