নীলফামারীর ডোমারে কাঁচামাল আড়তদার ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা প্রদান।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ডোমারে কাঁচামাল আড়তদার মালেকের কাজ থেকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
এসময় সময় কাঁচামাল আড়তদার মেসার্স রতন ভান্ডারে সংরক্ষিত কাঁচা খাদ্য দ্রব্যে ক্রয়-বিক্রয়ের রশিদ এবং মূল্য তালিকা প্রদর্শনে ব্যর্থ হওয়ার মেসার্স রতন ভান্ডারের প্রোপাইটর আব্দুল মালেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করার পাশাপাশি মূল্য তালিকা প্রদর্শনসহ সতর্ক করা হয়।
সোমবার ১৮ সেপ্টেম্বর দুপুরে ডোমার পৌর কাঁচা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে অভিযোগ দায়ের করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আল-আমীন রহমান।
অভিযান পরিচালনা ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সহযোগিতা করেন ডোমার থানার এসআই ফজলে রাব্বির নেতৃত্বে পুলিশের সদস্যবৃন্দ।
Leave a Reply