নীলফামারীর ডোমারে উপকারভোগী ও সাধারণ জনগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ডোমারে সামাজিক সুরক্ষার আওতাধীন উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের সকল উপকারভোগী ও সাধারণ জনগণের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাখাওয়াত হাবিব বাবুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নীলফামারী-০১(ডোমার-ডিমলা) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, হরিনচড়া ইউপি চেয়ারম্যান রাসেল রানা, সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদ আলম শান্তু, জোড়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এহতেশামুল হক প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সামাজিক সুরক্ষার আওতাধীন জোড়াবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকার ৮ হাজার ৩ শত ৮৯ জন উপকারভোগীসহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply