জুলাই আন্দোলনে ছাত্র-জনতা হত্যাকারী ও ধর্ষকদের বিচারের দাবিতে বিক্ষোভ।
আন্দোলনে দেশ জুড়ে ছাত্র-জনতা হত্যাকারীদের বিচার ও দেশের বিভিন্ন স্থানে নির্বিচারে নারী ও শিশু ধর্ষণকারীদের বিচারের দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে উপজেলার ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ছাত্র-জনতা হত্যাকারী ও ধর্ষকদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার কেন্দ্রীয় বাসষ্ট্যান্ড হয়ে পুনরায় নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়। এসময় বিক্ষোভকারীরা ভূরুঙ্গামারী কেন্দ্রীয় বাসষ্ট্যান্ডে সংক্ষিপ্ত পথসভা করে।
পথসভায় বিক্ষোভকারীরা ধর্ষকদের সবোর্চ্চ শাস্তি নিশ্চিত করতে প্রচলিত আইনের সংশোধন ও জুলাই আন্দোলনে ছাত্র-জনতা হত্যকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়ে আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।
এছাড়া ধর্ষকদের পক্ষে আইনি লড়াইয়ে অংশ গ্রহন করা থেকে বিরত থাকার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানানো হয়। অপরাধীদের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে কঠোর আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইয়াকুব রহমান শ্রাবন, নয়ন মিয়া নাহিদ, রাসেল আহম্মেদ, শিক্ষক শাহাদত হোসেন, দশম শ্রেণির শিক্ষার্থী তানজিলা আক্তার রঙ্গন, নওশী বিনতে নাসিম, নবম শ্রেণির শিক্ষার্থী জান্নতুল ফেরদৌসি টুম্পা ও আফিয়া আবিদা সামিহাসহ আরো অনেকে পথসভায় বক্তব্য রাখেন।
Leave a Reply