কুড়িগ্রামে নদ-নদীগুলোর পানি সামান্য কমলেও ব্রহ্মপুত্র ও দুধকুমারের পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলায় পানিবন্দী হয়ে পড়েছে ৯উপজেলার ৫৫টি ইউনিয়নের প্রায় আড়াই লাখেরও বেশি মানুষ। ২য় ধাপের বন্যা পরিস্থিতির কোন উন্নতি দেখা যাচ্ছে না । চরাঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।
আজ বুধবার সারাদিন সরেজমিনে দেখা যায়,জেলার ৪২১টি চর-দ্বীপচর অববাহিকার চরাঞ্চল ও নিম্নাঞ্চলে ৭দিন ধরে বন্যা কবলিত হয়ে পড়েছে মানুষজন। বাড়িঘরে পানি থাকায় লোকজন নৌকায় বসবাস করছেন।
কাঁচা ঘাস ও খড় না থাকায় গবাদিপশুগুলো নিয়ে কষ্টে বানভাসীরা। টিউবওয়েল ও ল্যাট্টিন তলিয়ে থাকায় পয়ঃনিস্কাশনেও বিপাকে তারা। জেলা স্বাস্থ্যবিভাগ থেকে ৮৩টি মেডিকেল টিম কাজ করলেও দুর্গম চরাঞ্চলগুলোতে তাদের দেখা যাচ্ছে না।
চর ভগবতীপুরের বাসিন্দা এরশাদুল হক বলেন, গরু গুলা নিয়ে খুব কষ্টে আছি। আমরা এক বেলা খায়া থাকতে পারলেও অবলা পশু তো পারে না। খুব কষ্ট হচ্ছে।।
আরেক বাসিন্দা চানু বেগম বলেন,স্বামী নাই, ১টা বাচ্চা নিয়া নৌকার মধ্যে আছি। সকাল থেকে আজ অনাহারে। কেউ কোন সহযোগিতা করে নাই। খুব কষ্টে আছি।
কুড়িগ্রামের সিভিল সার্জন ডা.মো. মঞ্জুর এ মুর্শেদ বলেন,বন্যা দুর্গত এলাকায় ৮৩টি মেডিকেল টিম কাজ করছে। ২০হাজার খাবার স্যালাইন, ২০হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ৫হাজার মেট্রো ট্যাবলেট বিতরণের জন্য দেয়া হয়েছে।
কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, গতকাল জেলার নদ-নদীর পানি গুলো সামান্য কমলেও ভারতের উজানে ভারি বৃষ্টিপাত হবার কারণে ব্রহ্মপুত্র ও দুধকুমারে পানি বাড়ছে।
অন্যদিকে আগামী ২৪ ঘন্টার মধ্যে তিস্তা,ধরলাসহ অন্য সব নদ-নদীগুলোতে পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করবে।
জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা মোঃ আব্দুল হাই সরকার জানান, বন্যা মোকাবেলায় আজ বুধবার দুপুর পর্যন্ত, ৫৪২মেট্রিক টন চাল, ৩২লাখ ৮৫হাজার টাকা ও ২৩হাজার ১২০প্যাকেট শুকনো খাবার ৯উপজেলায় বিতরণ চলমান।
Leave a Reply