কুড়িগ্রামে জীবন বাঁচাতে অপারেশন টেবিল থেকে থানায় গর্ভবতী নারী। এসময় মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন রৌমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপকুমার সরকার।
রৌমারী উপজেলার চর বাঘমারা এলাকার আমিনুল ইসলামের স্ত্রী আমেলা বেগম (২৫)। তাদের ১২ বছরে দাম্পত্য জীবন। এই সময়ে তাদের সংসারে চার সন্তানের জন্ম হয়েছে।
এর মধ্যে বেঁচে আছেন দুই মেয়ে আর জন্মের পরে মারা গেছেন পুত্রসন্তান। বড় মেয়ে ফাতেমা বেগম (১১) ও মেঝ মেয়ে কুলসুম বেগম( ৯)। আর এক সন্তান ভূমিষ্ঠ হওয়ার অপেক্ষায়।
স্বামীসহ তার পরিবার নানাভাবে হত্যার হুমকি দিয়ে আসছিলো। যার ধারাবাহিকতা চলতেই থাকে।
গতকাল সোমবার সকালে সন্তান প্রসবের শারীরিক প্রক্রিয়া শুরু হতেই ছুটে আসেন স্থানীয় একটি ক্লিনিকে। সেখানে এসেও স্বামী আমিনুল গর্ভে থাকা নবজাতক ও প্রসূতি নারীকে হত্যার হুমকি দেন।
এই সময়ে সন্তান প্রসবের পানি ভাঙ্গতে শুরু করে, শুরু হয় প্রসব যন্ত্রণা। তাই চিকিৎসক তার অস্ত্রোপচার (সিজার) করার প্রস্তুতি নেন।
তিনি জানান, কন্যা সন্তান হওয়ায় তার পেটের সন্তান ও নিজের জীবনের জীবনহানির আশংকা করছেন। যার জন্য নানা হুমকি দিচ্ছেন সন্তানের জন্মদাতা পিতা নিজেই।
ভুক্তভোগী নারী একাই অসুস্থ অবস্থায় হাসপাতাল থেকে থানায় গেছেন উল্লেখ করে উপ্পজেলা সদরের নিরাময় হাসপাতাল এন্ড ডায়গনেস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুর রহমান বলেন, আজ সকালেই এই নারী একাই প্রসব বেদনাসহ হাসপাতালে আসেন। এরপর তার স্বামীসহ কয়েকজন স্বজন আসেন।
কিন্তু মেয়ে সন্তান হওয়ার কথা আগেই জেনে যাওয়ায় তাদের দ্বন্দ্ব শুরু হয়। তখন আমরা তাদের পারিবারিক বিষয় নিজেদের মেটাতে বলি। পাশাপাশি তাদের স্থানীয় জনপ্রতিনিধিদের ডাকতে বলি। এরইমধ্যে সবার চোখ এড়িয়ে এই নারী অসুস্থ অবস্থায় থানা চলে যান। পরে পুলিশ এসে বিষয়টা সমাধান করে।
ক্লিনিকটির পরিচালক আরও বলেন, এই নারী ভর্তি হওয়ার পরেই সিজারের প্রস্তুতি নেওয়া হয়। পরবর্তীতে এই সব কারণে এখানে আমরা রাখিনি। কারণ শুরুতে সিজার হলে এখানেই হতো। রোগীর পানি ভাঙ্গতে ছিলো। কিন্তু গর্ভবতী নারীর আশঙ্কা ছিলো তার স্বামী ক্ষতি করতে পারে।
কিন্তু থানা পুলিশসহ বিভিন্ন পক্ষকে বিষয়টি জানিয়ে সমাধান করতে ৯ ঘন্টা দেরি হয়ে যায়। ফলে পেটে থাকা নবজাতকের হার্ডবিট কমে যাচ্ছিলো। তাই আমরা অন্য হাসপাতালে পাঠিয়ে দেই। বাচ্চা জন্মের পরে কোনো ঝুঁকি তৈরি হলে রৌমারিতে এন এস ইউ নেই। তাই অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
শেরপুরের একতা বন্ধন নামের একটি বেসরকারি ক্লিনিকের কর্তব্যরত এক চিকিৎসক জানান, রাত ১১টা.৩৫ মিনিটে এই দম্পতির একটি কন্যা শিশু জন্মগ্রহন করে। বাচ্চার অবস্থা ভালো। মা কিছুটা মানসিকভাবে দুর্বল ও শারিরীকভাবে একটু অসুস্থ।
এ বিষয়ে রৌমারি থানার ওসি রুপকুমার সরকার বলেন, বিকেলের দিকে হঠাৎ এক নারী আমার কাছে এসে বলেন, বারবার মেয়ে সন্তান হওয়ায় তার স্বামী তাকে ও তার সন্তানকে হত্যার চেষ্টা করছে। বিষয়টি আমলে নিয়ে ওই নারীর অভিযোগ শুনি।
তখন জানতে পারি এই নারী হাসপাতাল থেকে প্রায় দেড় কিলোমিটার হেটে থানায় এসেছেন স্বামী ও তার পরিবারের হাত থেকে তাঁকে বাঁচাতে।
বিষয়টি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয় বিদারক হওয়ায় থানা থেকে নারী পুলিশ ওই নারী সহ হাসপাতালে পাঠানো হয়। স্বামীকে থানায় আনা হয়। পরবর্তীতে বারবার কন্যা সন্তান হওয়ার পেছনে মায়ের কোনো ভূমিকা নেই ।
ভুক্তভোগীর স্বামী আমিনুল ইসলাম বলেন,শুরুতে বিষয়টি আমি বুঝিনি। ওসি স্যার বুঝানোর পর এখন বুঝছি। মাইয়া বাচ্চা হইছে আমি খুশি। আমি আর আমার স্ত্রীরে কিছু বলবো না ।
ভুক্তভুগি নারী আমেলা বেগম শারিরীক ভাবে কিছুটা অসুস্থ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
সর্বশেষ পরিস্থিতি জানতে ওসি রূপ কুমার সরকারকে ফোন করলে তিনি বলেন ঐ নারী ও নবজাতক সুস্থ আছেন, আমি মানবিক কারণে সার্বক্ষনিক খোঁজ রাখছি । স্থানীয় একটি এনজিও ঐ পরিবারের সহায়তায় এগিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন ।
[…] পড়ুন>>কুড়িগ্রামে জীবন বাঁচাতে অপারেশন টেবি… […]