কান্তা হত্যা মামলার যাবৎ জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
কুড়িগ্রামের রৌমারীতে নরসিংদীর বেলাবো থানায় দায়েরকৃত চাঞ্চল্যকর কান্তা হত্যা মামলার যাবৎ জীবন সাজাপ্রাপ্ত আসামী মামুন মিয়াকে (৩০)কে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ।
বুধবার সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী সার্কেল সহকারি পুলিশ সুপার মমিনুল ইসলামের নেতৃত্বে রৌমারী থানার ওসি আব্দুল্লা হিল জামানসহ ১০ সদস্যের একটি দল উপজেলার সদর ইউনিয়নের দুর্গম সীমান্তবর্তী রতনপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
পড়ুন>>ভূরুঙ্গামারীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১
আটককৃত মামুন মিয়া রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামের শাহিনুর ইসলামের ছেলে।
সেই মামলার দুইজন আসামীর বাড়ি রৌমারী থানায়। অভিযুক্তদের অনুপস্থিতে এক জনের ফাঁসি ও অপরজনের যাবৎ জীবন সাজা দেন আদালত। যাবৎ জীবন সাজা প্রাপ্ত আসামি মামুন মিয়াকে বুধবার সকাল ১১ টার দিকে উপজেলার দুর্গম সীমান্ত এলাকা রতনপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
রৌমারী সার্কেল সহকারি পুলিশ সুপার মমিনুল ইসলাম বলেন, ২০১৯ সালে কুয়াকাটায় আলোচিত কান্তা হত্যা মামলার ২নং আসামী যাবৎ জীবন সাজা প্রাপ্ত মামুন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। আগামি কাল আদালতের মাধ্যমে জেলে পাঠানো হবে এবং ১নং আসামী (ফাঁসির সাজাপ্রাপ্ত) চর বামনেরচর গ্রামের আব্দুল গনীর ছেলে শহিদুর ইসলাম সাগরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
মামলা সূত্রে জানাযায়, ২০১৮ সালে নরসিংদীর জেলার বেলাবো উপজেলার বীর বাঘবের গ্রামের ছোহরাব হোসেন রতনের মেয়ে মাজিয়া আক্তার কান্তা আশুলিয়ায় একটি বিউটি পালার্র চালাতেন। এই সুবাদে পরিচয় হয় রৌমারী উপজেলার শহিদুল ইসলাম সাগরের সাথে। এক পর্যায়ে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
এতে ক্ষিপ্ত হয় সাগর। পরিকল্পনা করে কান্তাকে হত্যার। পরে সুকৌশলে সাগর শশুর বাড়িতে গিয়ে স্ত্রীর মন জয় করতে তাকে ভারতে বেড়াতে নিয়ে যাবে এবং সেখান থেকে তার পালার্রের মালামাল কিনে দেওয়ার প্রলোভন দেন। কান্তা এতে রাজি হলে তাকে নিয়ে আশুলিয়ায় চলে আসে সাগর। ২৩ সেপ্টেম্বর সেখান থেকে প্রস্তুতি নিয়ে ভারতের উদ্দেশ্যে রওয়ানা দেন তারা।
হত্যার পূর্বপরিকল্পনা মোতাবেক তার স্বামি তাকে প্রথমে শরিয়তপুরে নিয়ে যান। সেখানে সাগর তার সহযোগী ও কিলিং মিশনের সদস্য মামুন মিয়াকে আগেই ডেকে আনেন শরিয়তপুরে। এরপর তারা শরিয়তপুরের নুর ইন্টার ন্যাশনাল হোটেলে ওঠেন। কিন্তু সেখানে তাদের উদ্দেশ্য সফল না হওয়ায় কান্তাকে নিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা দেন।
এছাড়াও কান্তার ব্যহৃত স্বর্ণ অলংকার তারা দু’জনে ভাগ করে নেন। ঘটনার ১ বছর পর ২০১৯ সালের ৩১ জানুয়রি কান্তার বাবা ছোহরাব হোসেন রতন নরশিংদীর নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে থানায় এজাহার ভুক্ত করে তদন্তের নির্দেশ দেন।
আদালতের নির্দেশে পিআইবি মামলাটির তদন্ত শুরু করেন। কান্তার স্বামী সাগরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় মামুনকে তার পর মামুকে এরপর বেড়িয়ে আসে কান্তা হত্যার রহস্য। মামলা চলাকালে দু’জনেই জামিনে বেড়িয়ে আত্মগোপনে চলে যায়। গত ৩ মাস হলো তাদের অনুপস্থিতে সাগরের ফাঁসি ও মামুনের যাবৎ জীবন সাজার রায় দেন আদালত।
Leave a Reply