রংপুরের কাউনিয়ায় কলা বাগান থেকে ৫ জুয়ারু আটক করা হয়েছে।
কাউনিয়া উপজেলার শিবু গ্রামে কলা বাগানে জুয়া খেলা অবস্থায় জুয়া খেলার সরাঞ্জাম সহ ৫ জুয়ারু কে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন উপজেলার রাজীব গ্রামের বাবু মিয়া (২৭) পীরগাছা উপজেলার জুয়ান চর গ্রামের জাহিদুল ইসলাম (৩৮) আবুল হোসেন (৩৭) গাবুড়া চর গ্রামের মমিনুল ইসলাম (২২) কান্দি গ্রামের লিটন মিয়া (২১) কে জুয়ার সরাঞ্জাম সহ আটক করে।
থানা অফিসার ইনচার্জ ওসি মোন্তাছের বিল্লাহ বলেন আটক কৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply