১। তাপগতিবিদ্যার প্রথম সূত্র বিবৃত কর।[ঢা.বো.-১৯]
উত্তরঃ তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি হলো- যখন যান্ত্রিক শক্তিকে সম্পূর্ণরুপে তাপে বা তাপশক্তিকে সম্পূর্ণরুপে কাজে রূপান্তরিত করা হয় তখন যান্ত্রিক শক্তি ও তাপ পরস্পরের সমানুপাতিক হয়।
২। পানির ত্রৈধ বিন্দুর সংজ্ঞা দাও।[রা.বো.-১৯]
উত্তরঃ4.58mm পারদ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ, পানি ও জলীয় বাষ্প একই তাপীয় সাম্যে থাকে তাকে পানির ত্রৈধ বিন্দু বলে।
পড়ুন>> HSC পদার্থ দ্বিতীয় চতুর্থ অধ্যায় খ প্রশ্ন ও উত্তর
৩। এন্ট্রপি কী? (ঢা.19, দি.19, ব.15,চ.15,য. 11,15,)
উত্তরঃ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় ধর্ম স্থির থাকে বা অপরিবর্তিত থাকে ই এন্ট্রপি।
৪। তাপমাত্রার সার্বজনীন স্কেলের নাম কী?
উত্তরঃ তাপমাত্রার সার্বজনীন স্কেলের নাম কেলভিন স্কেল।তা
৫। বন্ধ সিস্টেম কাকে বলে?
উত্তরঃ যে সিস্টেম পরিবেশের সাথে শক্তি বিনিময় করতে পারে কিন্ত ভর বিনিময় করতে পারে না তাকে বন্ধ সিস্টেম বলে।
৬। অন্তঃস্থ শক্তি কী? [রা.বো.-১৮, য.বো.-১৮, চ.বো.-১৮, ব.বো.-১৮, কু.বো.-১৮,]
উত্তরঃ প্রত্যেক বস্তুর মধ্যে একটি অন্তর্নিহিত শক্তি রয়েছে, যা কাজ সম্পাদন করতে পারে এবং যা অন্য শক্তিতে রুপান্তরিত হতে পারে। বস্তুর অভ্যন্তরস্থ অণু, পরমাণু ও মৌলিক কণাসমূহের রৈখিক গতি, স্পন্দন গতি ও ঘূর্ণনগতি এবং তাদের মধ্যকার বলের কারণে উদ্ভূত শক্তিই অন্তঃস্থ শক্তি।
পড়ুন>>HSC পদার্থ দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় ক প্রশ্ন ও উত্তর
১০। তাপগতিবিদ্যা কাকে বলে?
উত্তরঃপদার্থবিজ্ঞানের যে শাখায় তাপ ও যান্ত্রিক কাজের সম্পর্ক সম্বন্ধে আলোচনা করা হয় তাকে তাপগতিবিদ্যা বলে।
১১। তাপগতিবিদ্যায় ক্লসিয়াসের মতবাদটি লিখ।
উত্তরঃ তাপগতিবিদ্যায় ক্লসিয়াসের মতবাদটি হলো- যখন কোনো সিস্টেমে তাপ প্রয়োগ করা হয় তখন তার কিছু অংশ বস্তুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে এবং বাকী অংশ পরিবেশের উপর বাহ্যিক কাজ সম্পাদন করে।
১২। তাপবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রুপটি লিখ।
উত্তরঃ তাপবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রুপ হলো, dQ=dU+dW.
১৩। সমোষ্ণ প্রক্রিয়া কী? [কু.বো.-১৯]
উত্তরঃ যে পরিবর্তনে গ্যাসের তাপমাত্রা সর্বদা ধ্রুব থাকে তাকে সমোষ্ণ পরিবর্তন বলে। স্থির তাপমাত্রায় যদি কোনো গ্যাসকে প্রসারিত অথবা সঙ্কুচিত করা হয় তবে সেই পরিবর্তনকে সমোষ্ণ প্রসারণ বা সমোষ্ণ সঙ্কোচন বলে এবং যে প্রক্রিয়ায় এ পরিবর্তন ঘটে তাকে সমোষ্ণ প্রক্রিয়া বলে।
১৪। আপেক্ষিক তাপ কাকে বলে? [য.বো.-১৯]
উত্তরঃ ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1K বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে ঐ বস্তুর আপেক্ষিক তাপ বলে।
১৫। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক কি?
উত্তরঃ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক হলো PV^ =ধ্রূবক।
পড়ুন>> HSC পদার্থ দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায়ঃ গুরুত্বপূর্ণ “ক” প্রশ্ন ও উত্তর
১৬। সমোষ্ণ পরিবর্তন ও রুদ্ধতাপীয় পরিবর্তনের মধ্যে প্রধান পার্থক্য কী?
উত্তরঃ সমোষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে কিন্ত গ্যাসের চাপ এবং আয়তনের পরিবর্তন ঘটে; অন্যদিকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় মোট তাপের পরিমাণ স্থির থাকে কিন্ত গ্যাসের চাপ ও আয়তনের পরিবর্তন ঘটে।
১৭। উষ্ণতা কাকে বলে? [চ.বো.-১৯]
উত্তরঃ তাপমাত্রা হচ্ছে এমন একটি মৌলিক রাশি, যা দ্বারা কোনো বস্তু কতটুকু ঠান্ডা বা গরম তা জানা যায়।
১৮। হিমাঙ্ক কাকে বলে?
উত্তরঃ নিম্ন স্ফুটনাঙ্কের কোনো তরল পরিপার্শ্ব হতে লীনতাপ বা সুপ্ত তাপ গ্রহণ করে পরিপার্শ্বকে শীতল করলে তাকে হিমাঙ্ক বলে।
পড়ুন>> মডেল টেস্ট-২৭ কৃষি উপসহকারি কর্মকর্তা পরিক্ষা
৩৬। সমতাপীয় প্রক্রিয়ার সংজ্ঞা দাও।
উত্তরঃ যে প্রক্রিয়ায় সিস্টেম থেকে তাপ বাইরে যায় না বা বাইরে থেকে কোনো তাপ সিস্টেমে আসে না তাকে সমতাপীয় প্রক্রিয়া বলে।
৩৭। তাপগতিবিদ্যার 2য় সূত্রটি এন্ট্রপির আলোকে লেখ।
উত্তরঃ প্রকৃতির সকল ভৌত অথবা রাসায়নিক ক্রিয়া এমনভাবে সংঘটিত হয় যার ফলে সার্বিক ব্যবস্থার এনট্রপি বৃদ্ধি পায়।
৩৮। তাপ কী?
উত্তরঃ যা সিস্টেমের মধ্যে প্রবেশ করলে বা সিস্টেম হতে নির্গত হলে সিস্টেমের তাপগতীয় চলরাশির পরিবর্তন ঘটে তাই তাপ।
পড়ুন>> এইচ এস সি পদার্থ বিজ্ঞান ২য় পত্র ক নং প্রশ্নের উত্তর অধ্যায়-২ স্থির তড়িৎ HSC Physices 2nd Part
৪৩। উন্মুক্ত সিস্টেম কাকে বলে?
উত্তরঃ যে সিস্টেম তার পরিবেশের সাথে শক্তি বিনিময় করতে পারে তাকে উন্মুক্ত সিস্টেম বলে।
৪৪। তাপগতীয় চলক কী?
উত্তরঃ তাপগতিবিদ্যার তাপমাত্রা, চাপ ও আয়তনই তাপগতীয় চলক।
৪৫। এক মোল আদর্শ গ্যাসের জন্য এর মান কত?
উত্তরঃ এক মোল আদর্শ গ্যাসের জন্য এর মান 12.456 Jmol^-1k^-1।
৪৬। এক মোল আদর্শ গ্যাসের জন্য এর মান কত?
উত্তরঃ এক মোল আদর্শ গ্যাসের জন্য এর মান 20.775 Jmol^-1k^-1।
৪৭। কার্নো ইঞ্জিন কাকে বলে?
উত্তরঃ ফরাসী প্রকৌশলী সাদি কার্নো তাত্ত্বিকভাবে সকল দোষ-ত্রুটিমুক্ত যে আদর্শ ইঞ্জিনের কল্পনা করেন তাকে কার্নো ইঞ্জিন বলে।
৪৮। তাপ ইঞ্জিন কাকে বলে?
উত্তরঃ যে যন্ত্র তাপশক্তির বিনিময়ে কাজ করতে পারে তাকে তাপ ইঞ্জিন বলে।
৪৯। বিচ্ছিন্ন সিস্টেম কাকে বলে?
উত্তরঃ যে সিস্টেম পরিবেশ দ্বারা মোটেই প্রভাবিত হয় না অর্থাৎ পরিবেশের সাথে ভর বা শক্তি কোনো কিছুই বিনিময় করে না তাকে বিচ্ছিন্ন সিস্টেম বলে।
৫০। মোলার আপেক্ষিক তাপ কাকে বলে?
উত্তরঃ এক মোল কোনো গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ঐ গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বলে।
৫১। ধ্রূব আয়তন প্রক্রিয়া কাকে বলে?
উত্তরঃ যে প্রক্রিয়ায় কোনো সিস্টেমের আয়তন ধ্রুব থাকে তাকে ধ্রুব আয়তন প্রক্রিয়া বলে।
পড়ুন>> মডেল টেষ্ট-২০ HSCপদার্থ বিজ্ঞান ১ম পত্র দশম অধ্যায়
৫৮। মোলার তাপধারণ ক্ষমতা কাকে বলে?
উত্তরঃ এক মোল গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে ঐ গ্যাসের মোলার তাপধারণ ক্ষমতা বা মোলার আপেক্ষিক তাপ বলে।
৫৯। স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ কাকে বলে?
উত্তরঃ স্থির আয়তনে 1mole গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ বলে।
৬০। রেফ্রিজারেটর কাকে বলে?
উত্তরঃ যে যন্ত্রের সাহায্যে পরিবেশ অপেক্ষা কম তাপমাত্রা সৃষ্টি করা যায় এবং তাপমাত্রা সর্বদা স্থির অবস্থায় রাখা যায় তাকে রেফ্রিজারেটর বলে।
[…] […]
[…] দেখুন >> HS C পদার্থ বিজ্ঞান ২য় পত্র তাপগতি বিদ্য… […]
canadian pharmacy generic viagra canadian cialis
pharmacy on line online pharmacies
canadian drugstore https://disvaiza.mystrikingly.com/