মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল স্কুল ও কলেজের শিক্ষকদের বেতন G2P পদ্ধতিতে EFT এর মাধ্যমে প্রদানের লক্ষ্যে প্রধান শিক্ষক/অধ্যক্ষ সহ সকল শিক্ষককে নিজ নিজ তথ্য নিয়ে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে মাউশি। আজ ৭ জানুয়ারি মাউশির উপ পরিচালক (সাঃপ্রশাঃ) জনাব রুহুল মমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ( স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীগণের এমপিও এর অর্থ বিতরণ সহজীকরণের লক্ষ্যে গত ২/১/২০২০ তারিখে সচিব, অর্থ বিভাগ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষক কর্মচারীগণের এমপিও এর অর্থ প্রাপ্তির জন্য ব্যাবহৃত ব্যাংক এ্যাকাউন্টে G2P পদ্ধতিতে EFT এর মাধ্যমে প্রেরণের সিদ্ধান্ত হয়। ইতোমধ্যে অনলাইন এমপিও সিস্টেম আপগ্রেডের উদ্যোগ নেয়া হয়েছে।
জমিতে সার প্রয়োগের মোবইল অ্যাপস ডাউন লোড করুন>> সব ফসলে সঠিক পরিমান সার প্রয়োগের পরিমান ও পদ্ধতি জানা যাবে মোবাইলেই
EFT এর মাধ্যমে অর্থ প্রাপ্তির লক্ষ্যে শিক্ষক কর্মচারীগণের নিম্নোক্ত তথ্যগুলো সঠিক থাকতে হবে।
১) শিক্ষক-কর্মচারীগণের জাতীয় পরিচয়পত্র (NID নং)
২) এসএসসি/দাখিল/সম্মান সনদ অনুযায়ী শিক্ষক-কর্মচারীগণের নাম (এসএসসি/দাখিল/সমমান সনদ, এমপিও শীট ও জাতীয় পরিচয়পত্রের নাম একই হতে হবে)।
৩) যেসব শিক্ষক-কর্মচারীর এসএসসি/দাখিল/সমমান সনদ নেই তাদের সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ, এমপিও শীট ও জাতীয় পরিচয়পত্রের নাম একই রকম থাকতে হবে।
৪) ব্যাংক হিসাবের নাম শিক্ষক-কর্মচারীগণের নিজ নামে থাকতে হবে।
৫) ব্যাংকের নাম, শাখার নাম ও রাউটিং নম্বর,
৬) শিক্ষক-কর্মচারীগণের ব্যাংক হিসাব নম্বর (অনলাইন ব্যাংক হিসাব নম্বর ১৩ থেকে ১৭ ভিজিট,
৭) শিক্ষক- কর্মচারীগণের জন্ম তারিখ,
৮) শিক্ষক-কর্মচারীগণের বেতন কোড ও বেতন কোডের ধাপ,
৯) শিক্ষক-কর্মচারীগণের মোবাইল নম্বর।
সকল তথ্য সঠিক না থাকলে শিক্ষক -কর্মচারীগণের বেতন EFT এর মাধ্যমে প্রেরণ করা সম্ভব হবেনা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, , সব তথ্য সঠিক না থাকলে এমপিও এর টাকা শিক্ষক কর্মচারীদের ব্যাংক হিসাবে জমা হবে না। এসব তথ্য প্রতিষ্ঠান প্রধানের মধ্যেমে অনলাইনে সংগ্রহের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ইএমআইএস সেলের লিংকসহ প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে। এসব তথ্য সংগ্রহ করে শিক্ষকদের প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে শিক্ষা অধিদপ্তর।
|
ReplyForward
|
I’d personally also like to express that most individuals who find themselves without the need of health insurance are normally students, self-employed and those that are laid-off. More than half with the uninsured are under the age of Thirty five. They do not think they are wanting health insurance simply because they’re young plus healthy. Their own income is often spent on property, food, along with entertainment. Many individuals that do work either 100 or part-time are not offered insurance via their work so they proceed without due to rising tariff of health insurance in america. Thanks for the tips you discuss through this web site.
Howdy! This post couldn’t be written much better!
Looking through this post reminds me of my previous roommate!
He constantly kept talking about this. I am going to forward this information to him.
Fairly certain he’ll have a great read. I appreciate you for sharing!