৪ অক্টোবর ভারত জোড়ো পদযাত্রা শুরু হবে।
আগামী ৪ অক্টোবর ভারত জোড়ো পদযাত্রা শুরু হবে কলকাতার বিধান ভবন থেকে ধর্মতলায় শেষ হবে এই পদযাত্রা।
কেন্দ্রীয় সরকারের দুর্নীতি ও শিক্ষা ক্ষেত্রে গৌরিককরণ এবং বিরোধী শাসিত অঞ্চল ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে এবং কেন্দ্রীয় এজেন্সি কে অপব্যবহার বিরুদ্ধে ভারত জোড়ো পদযাত্রা শুরু করবেন পি সি সি।
এছাড়াও উপস্তিত থাকবেন পশ্চিম বাংলা র যুব সভাপতি আজহার মল্লিক ও ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও লোকসভার বিরোধী দলের নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী এম পি এবং ভারতের জাতীয় কংগ্রেসের প্রবীণ নেতা ও সাবেক এম পি শ্রী প্রদীপ ভট্টাচার্য।
এছাড়াও উপস্তিত থাকবেন পশ্চিম বাংলা র পি সি সি মিডিয়া শেলের নেতা ও স্পিকার সৌম্য আইচ রায়, নেপাল মাহাতো , শঙ্কর মালাকার, এবং তপন দাস সহ ভারতের জাতীয় কংগ্রেসের পশ্চিম বাংলা শাখার সব রাজ্যের নেতৃত্ব।
Leave a Reply