কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার বিগত ১০ বছর পর উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন সম্পূর্ণ হয়েছে। ২৬ সেপ্টেম্বর দিনভর মনোরম পরিবেশ এর মধ্য দিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়, উক্ত সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাবেক মন্ত্রী নৌ পরিবহন মন্ত্রণালয় ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান (এমপি) উপস্থিত ছিলেন।
বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সমন্নয়ক রংপুর বিভাগীয় কেন্দ্রীয় প্রতিনিধি সাখাওয়াত হোসেন শফিক,এ্যাডভোটেক হুসনে আরা লুৎফা ডালিয়া (সাবেক এমপি) সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ,জাকির হোসেন (এমপি) প্রতিমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জাফর আলী, সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ কুড়িগ্রাম জেলা শাখা ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আমান উদ্দিন আহমেদ মঞ্জু সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ কুড়িগ্রাম জেলা শাখা,সম্মেলনে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ,উল্লেখ্য যে, রাত আনুমানিক ১২ টায় এই কমিটি আগামী তিন বছরের জন্য ঘোষণা করেন।
Leave a Reply