০২জুলাই মঙ্গলবার বন্যা ও বৃষ্টিপাতের পুর্বাভাস
আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, দেশের উত্তরাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে আগামী ২৪ ঘন্টায় ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
আগামী ২৪ ঘন্টায় উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল সময় বিশেষে বৃদ্ধি পেয়ে কতিপয় পয়েন্টে স্বল্পমেয়াদে বিপদসীমা অতিক্রম করতে পারে।
উত্তরাঞ্চলের কোন পয়েন্টে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছেনা।
পাটেশ্বরী (কুড়িগ্রাম) ১৪২মি.মি., দেওয়ানগঞ্জ (জামালপুর) ১৪০মি.মি., চিলমারী (কুড়িগ্রাম) ১৩০মি.মি., কুড়িগ্রাম ১১৯মি.মি. , কাউনিয়া (রংপুর) ১০৬মি.মি., রংপুর ৯৮মি.মি., বদরগঞ্জ (রংপুর) ৭১মি.মি., ডালিয়া (রংপুর) ৬৮মি.মি., পঞ্চগড় ৬৭মি.মি. , গাইবান্দা ৭১.৫মি.মি.।
কুচবিহার (পশ্চিম বঙ্গ) ১২৭মি.মি , দার্জিলিং (পশ্চিমবঙ্গ) ১২৩মি.মি., কালিমপং (পশ্চিমবঙ্গ) ৯৭, ধুব্রি (আসাম) ৯৯মিমি, শিলিগুড়ি (পশ্চিমবঙ্গ) ৬৮ মি.মি., গোয়ালপাড়া (আসাম) ৬৪মি.মি. এবং জলপাইগুড়ি ৩২মি.মি.।
সুত্র: বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র,
বাপাউবো, পানি ভবন, ঢাকা।
Leave a Reply