সৌদি আরবে এসি বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু হয়েছে
রাজধানী রিয়াদে এসি বিস্ফোরণে মোহাম্মদ হেলাল উদ্দিন নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।স্থানীয় সময় সকাল ৬টায় দেশটির রাজধানী রিয়াদের মাইল এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, গত ১২ আগস্ট হেলাল উদ্দিন সৌদি আরবে যান। এর মধ্যে ১ মাস পার না হতেই ১৪ সেপ্টেম্বর সকালে এসি বিস্ফোরণে গুরুতর আহত হন তিনি। সেখান থেকে সহকর্মীরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতদের মরদেহ দেশটির স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তার মরদেহ দেশে পাঠানোর জন্য সরকারের কাছে সহযোগিতা কামনা করেন তার পরিবার।
Leave a Reply