সুনামগঞ্জে পবিত্র ঈদ- এ মিলাদুন্নবী উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঐতিহ্যবাহী রাজাপুরা দরবার শরীফ এর আধ্যাত্মিক সংগঠন হোসাইনীয়া কমিটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপনায় জসনে জুলুছ উপলক্ষে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়নে আলোচনা সভা শেষে এক র্য্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো.মোবারক হোসেন,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব এডভোকেট আবুল হোসেন, এ সময় আরো উপস্থিত ছিলেন দ্বীনি সিনিয়র ফাজিল মডেল মাদরাসা’র অধ্যক্ষ মাওলানা মো: আলীনূর, আওয়ামীলীগ নেতা এডভোকেট এম শামীম আহমদ, উপস্থিত ছিলেন হোসাইনীয়া কমিটি বাংলাদেশ এর কেন্দ্রীয় নেতা মাওলানা সিরাজুল ইসলাম খায়ের,
হোসাইনীয়া যুব কমিটির কেন্দ্রীয় সেক্রেটারি মুফতি কে এম শামীম আহমদ চৌধুরীসহ সভাপতি মুফতি সালাহ উদ্দিন আল ক্বাদেরী, জয়েন্ট সেক্রেটারী মুফতি কে এম নজরুল ইসলাম,মাওলানা ইমরান হোসাইন আল আযহারি,মাওলানা মিজানুর রহমান রাজাপুরী, মাওলানা আশরাফুল ইসলাম রাজাপুরী, হোসাইনীয়া কমিটি নেতা মো:বোরহান আহমদ, মাওলানা নাজমুল হুদা মিসবাহ,মাওলানা আব্দুর রহিম,মাওলানা দেলোয়ার হোসাইন, জনাব আব্দুল মবিন মুহুরী,জনাব মো: রোকন উদ্দিন মুহুরী ডা: সাইদুর রহমান প্রমুখ।
Leave a Reply