দেশ স্বাধীনের পূর্বে প্রতিষ্ঠিত জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের শেকটা গ্রামের ঐতিহ্যবাহী ”শেকটা প্রভাতী সংঘ”।
গ্রামের সার্বিক উন্নয়ন সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় আচার-অনুষ্ঠান সঠিক ও সুন্দরভাবে পরিচালনার লক্ষে ছোট-বড় সবাই মিলে ৭১ সালের আগে সংগঠনটি স্থাপন করলেও এটি সরকারি তালিকাভুক্ত হয় ১৯৮৫ সালের দিকে যার রেজি-নং: পাঁচ/১৮/৮৮।
গ্রামের সকলের সেবামুলক ও কল্যাণের লক্ষে প্রতিষ্ঠিত সংঘটির বর্তমান সদস্য সংখ্যা ২২০’জন। গ্রামের প্রতিটি পরিবার থেকে সদস্য নিয়েই ”শেকটা প্রভাতী সংঘটি” গঠন করা হয়েছিল যাত্রাকাল থেকেই।
সংগঠনটি আগামী ৩ বছর সঠিক ও সুন্দরভাবে পরিচালনার জন্য সকল সদস্যের মতামতের ভিত্তিতে ১১’সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
নব-নির্বাচিত কমিটির দ্বিতীয় বারের মত সভাপতি নির্বাচিত হয় মোঃ কাইছার হামিদ মাষ্টার, সহ-সভাপতি মোঃ জামিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলি (হানিফ), কোষাধ্যক্ষ মোঃ আহসান হাবিব (নাঈম), নির্বাহী সদস্য মোজাফ্ফর রহমান, আলতাফ হোসেন, দুলাল হোসেন, সবুজ হোসেন, জাকারিয়া হোসেন, আরিফ বাবু ও আমিনুল ইসলাম।
এছাড়া উপদেষ্টা মন্ডলীতে আছেন সাবেক প্রধান শিক্ষক খয়বর হোসেন, ইউপি সদস্য কাওছার হোসেন, স্থানীয় ব্যবসায়ী মোঃ ইলিয়াস হোসাইন, মোঃ ওয়ালিদ হোসেন ও মোঃ ওবায়দুর রহমান মাষ্টার।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার শেকটা গ্রামে প্রভাতী সংঘের সামনে নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় নতুন কমিটির সবার গলায় মালা পরিয়ে বরণ করে নেয় সংগঠনটির সকল সদস্যরা।
শেষে শেকটা প্রভাতী সংঘের অর্থায়নে সকল সদস্যর মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
Leave a Reply