নুরনবী রহমান বগুড়া থেকে: শুক্রবার বাদ জুম্মা বগুড়ার শিবগঞ্জের রাযনগর ইউনিযনের দৌলতপুর পাকার মাথা যুব সমাজের আয়োজনে দ্রব্য মূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে এক বিশাল মানব বন্ধনের আয়োজন করা হয়।
মানব বন্ধনে এলাকার কয়েকটি মসজিদ ও গ্রাম বাসী অংশ গ্রহন করেন। নেতৃবৃন্দ বলেন সকল দ্রব্য দাম কমাতে হবে। দ্রব্য মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্য আনতে হবে। নইলে সাধারণ মানুষের মাঝে ও দেশের দূভিক্ষ দেখা দিবে। নেতৃবৃন্দ অবিলম্ভে সকল দ্রব্য মূল কমিয়ে আনার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব বকুল হোসেন, আইনুর ইসলাম, জহুরুল ইসলাম, আব্দুর সবুর, আমিনুর ইসলাম, শাহাদত হোসেন, আবু বক্কর, শিজন,মাসুদ, সাব্বির হোসেন, রুবেল, মজনু,আবু সাইদ, রাজন শাহজাহান আলী, মেহেদী হাসান, ওমর ফারুক, আকাশ,আবুল কালাম, মোকলেছার, আঃ রহমান, কাজল, এস এম সুমন, লইম, রানা, আব্দুল, সোহেল,সহিদুল, সামিউল, তোহা, নিশাদ, জাহিদুল, মামুন, আরাফাত, মুরাদ, সিয়াম,, রবিউল, রেজাউল, ইমরান, গোলজার, মিনাজুল, মোকছেদুর, সহ কয়েকটি মসজিদের মুসল্লি ও গ্রামবাসী।
Leave a Reply