রাজবাড়ী সদর আমলী আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে “এথিস্ট নোট” নামক ওয়েবসাইটের সম্পাদক এবং বিভিন্ন নাস্তিক লেখকদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
গতকাল (১৬ ফেব্রুয়ারি) রবিবার রফি আহমেদ ফিরোজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। “এথিস্ট নোট” ওয়েবসাইটটের মাধ্যমে একদল নাস্তিক ব্লগার, লেখক ও এক্টিভিস্ট দীর্ঘদিন ধরে অনলাইন এবং অফলাইনে ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র ও কুৎসা প্রচার করে আসছিল।
মামলার শুনানিতে, আমলী আদালতের বিচারক জনাব তামজিদ আহমেদ মামলাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে রাজবাড়ী সদরের থানার ডিটেক্টিভ ব্রাঞ্চের অফিসার ইনচার্জকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ১৮ মে ২০২৫ তারিখ নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, মামলাটি ফৌজদারী দন্ডবিধির ২৯৫ ধারার অধীনে দায়ের করা হয়েছে, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে গৃহীত হয়।
মামলার আসামীদের মধ্যে ওয়েবসাইটের সম্পাদক রাসেল মিয়া, কমল চন্দ্র দাসসহ আরও ২৫ জন ব্যক্তি রয়েছেন। মামলায় অন্যান্য উল্লেখযোগ্যে রয়েছেন আজমাইন শাহরিয়ার অর্ণব, নুসরাত সুজানা নওরিন, লিপ্টন কুমার দেব দাসফাহিন আলম, মোর্শেদ আলম, আব্দুল কাদের সুমেল, শামীম আল মামুন, শিপলু কুমার বর্মণ, মোঃ জাকির হোসাইন, আবু বকর সিদ্দিক, মোঃ সাব্বির হোসাইন, মোঃ আবির হোসাইন, মনিরা পারভীন, মোঃ ফাহাদ হোসাইন, মিজানুর রহমান, মোঃ আল আমিন কায়সার, এম ডি আব্দুল রাজ্জাক, মুকিত চৌধুরী, মুহাম্মাদ শহীদুল ইসলাম জায়গীরদার, মোঃ রাজিম হোসাইন, মুসা আহমেদ জায়গীরদার, আব্দুল্লাহ আল মাহমুদ ফরিদ, এমডি মাজহারুল ইসলাম, গাজী মোহাম্মাদ সাইফুল ইসলাম, রোমানা আক্তার রুমকি, ফাতেহা তাসবি।
এই মামলার একজন সাক্ষী বলেন, যদি সরকার এই বিষয়ে কার্যকর ব্যবস্থা না নেয়, তাহলে আমরা তৌহিদী জনতা এই সকল নাস্তিক লেখকদের বিরুদ্ধে নিজেদের হাতে যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য হবো।
এদিকে, রাজবাড়ী থানা পুলিশ কর্মকর্তার সঙ্গে এ মামলার বিষয়ে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে ইচ্ছুক নয় বলে জানান।
Leave a Reply