রেলের ফাঁকা জায়গা দখল করে ডোমারে অবৈধ ঘর নির্মাণ
নীলফামারীর ডোমার রেলস্টেশনের পার্শ্বে ফাঁকা জায়গা দখল করে অবৈধভাবে ঘর নির্মাণের কাজ করছে দখলবাজ এলাকাবাসী।
গতকাল বৃহস্পতিবার বিকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ডোমার রেলস্টেশন সংলগ্ন এলাকায় রেলের ফাঁকা জমি দখল করে অবৈধ ভাবে ঘর নির্মান করছেন কুলি সর্দার শামসুদ্দিনের (৭৫) এর মেয়ে নাসরিন বেগম (৩৫)।
সরকারি জায়গায় অবৈধভাবে ঘর নির্মানের বিষয়ে কুলি সর্দার শামসুদ্দিন জানান, এখানে প্রায় এক শত বাড়িঘর আছে।এখানে কারো নামে সরকারি কোন লিজও নাই। দীর্ঘদিন ধরে সকলেই এখানে আছে।
এবিষয়ে ডোমার রেলস্টেশনের দ্বায়িত্বে নিয়োজিত সহকারী স্টেশন মাস্টার মোঃ শফিউর রহমান বলেন, আমি মৌখিক ভাবে তাদেরকে ঘর নির্মান করতে নিষেধ করেছি। আমার নির্দেশ অমান্য করেই তারা ঘর নির্মান করছে। এখন আমি বিষয়টি আমার উধ্বর্তন কর্মকর্তাকে জানাবো।
এবিষয়ে ডোমার রেলস্টেশন মাস্টার রবিউল ইসলাম বাবুর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান ওটার দেখভালের দায়িত্ব আইডাব্লিউ এর আমি তাদেরকে জানিয়েছি, বাকীটা তাদের ব্যাপার।
ঘর নির্মাণের বিষয়ে আই,ডাব্লিউতে কর্মরত বাসার মিয়ার সাথে মুঠোফোন কথা হলে তিনি জানান, কিছুদিন আগে আমি সেখানে গিয়ে তাদেরকে মৌখিক ভাবে নিষেধ করি, এরপর তারা আই, ডাব্লিউ রাজা আলী শেখ স্যারের কাছে এসেছিলেন তবে স্যার তাদেরকে অনুমতি দিয়েছে কিনা সেটা আমি ঠিক বলতে পারবোনা।
Leave a Reply