রাণীশংকৈলে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ইয়াকুব; সম্পাদক আজিজার নির্বাচিত।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি উত্তরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী ও সাধারণ সম্পাদক পৃর্ব বলদানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আজিজার রহমানকে নির্বাচিত করা হয়েছে।
উপজেলা আহ্বায়ক কমিটির আয়োজনে শনিবার
(১৫ ফেব্রুয়ারি)বিকালে ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে ঠাকুরগাঁও জেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দের কাছে সভাপতি পদে ৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ৩ জনের নাম উত্থাপিত হয়।
পরে উপস্থিত সকলের পরামর্শ ও মতামত নিয়ে সমঝোতার ভিত্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসাবে ইয়াকুব আলী ও আজিজার রহমান এর নাম ঘোষণা করা হয়। এর আগে এক আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা কমিটির সদস্য দিপু, রানীশংকৈল পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক শাহাবউদ্দিন মাষ্টার, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার।
আরো বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গপেন্দ্রনাথ বর্মন,প্রধান শিক্ষক আইয়ুব আলী, প্রধান শিক্ষক আহসান হাবিব,আব্দুল মান্নান, কুশমত আলী ও সহকারি শিক্ষক মোকবুল হোসেন ও মো.হিরু।
এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক, সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply