‘কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে।
পড়ুন>>বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সার ও বীজ বিতরণ
দিবসটি উপলক্ষ্যে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি পৌরশহরের প্রধান সড়ক প্র উপজেলা প্রদক্ষিণ করে পরিষদে এসে শেষ হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আর্নিকা আক্তার, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজান আলী, অধ্যক্ষ মহাদেব বসাক, উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দিন, শিক্ষিক মেহবুবা আক্তার, থানার প্রতিনিধি এসআই আনোয়ার হোসেন, ইএসডিও কর্মকর্তা খায়রুল আলম, প্রেসক্লাব সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিপ্লব হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের নারী সংগঠনের বিভিন্ন সমিতির,সদস্যরা ও স্কুল- কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে নারীদের সার্বিক উন্নয়নে কন্যাশিশুদের প্রতি বিশেষ যত্নবান হওয়ার কথা বলেন।এইসাথে তারা এগিয়ে যাওয়া নারীশিক্ষার উপর গুরুত্ব দেন।পরে কিশোর-কিশোরী ক্লাবের কৃতি সদস্যদের পুরষ্কার দেয়া হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী গোলাম রব্বানী।
Leave a Reply