ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বুধবার (১৬) অক্টোবর জাতীয় ইঁদুর নিধন অভিযান কার্যক্রমের উদ্বোধন শেষে খামারীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে এদিন কৃষি অফিস চত্বরে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান।
ইউএনও’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা সহীদুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রুপম চন্দ্র মহন্ত, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, প্রেসক্লাব(পুরাতন) যুগ্ম আহবায়ক মাহাবুব আলম, কালের কন্ঠ প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পিসহ অনেকে।
পড়ুন>>সিলেট রেঞ্জ ডিআইজির সুনামগঞ্জ জেলা ডিএসবি ও হিসাব শাখা পরিদর্শন
অপরদিকে দ্রব্যমূল্যের উর্ধগতি থেকে যেন সেটিকে সহনীয় পর্যায়ে রাখা যায়, সেজন্য কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় সবজি চাষীদের বেশি বেশি বিভিন্ন ধরনের সবজি চাষ ও প্রণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় খামারীদের গরু, ছাগল, হাঁস, মুরগী পালনসহ পল্টি ফার্ম করার সুপরামর্শ দেওয়া হয়।
Leave a Reply