ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি (RERMP-3) প্রকল্পের আওতায় ৮০ জন নারী কর্মীর ৪ বছরের সঞ্চয়কৃত প্রায় ৯৫ লাখ ৬৫ হাজার ৬শ’ টাকার চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
রোববার (১৪ জুলাই) বিকাল সাড়ে ৪ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সহকারী কমিশনার (ভূমি) আর্নিকা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী আনিসুর রহমানের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও ৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ উদ্দিন আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসব অর্থিক চেক ও সনদ পেয়ে উপকারভোগীরা উপজেলা প্রকৌশলী অধিদপ্তর ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply