রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়ে।
এ উপলক্ষে এদিন বিকেল ৩ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও রকিবুল রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌরমেয়র মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, কোচল বিওপি কমান্ডার হাবিলদার মাসুদ রানা।
আরো বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, শরৎ চন্দ্র, মতিউর রহমান, প্রেসক্লাব (সাবেক) সভাপতি অধ্যাপক আনোয়ার ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি প্রভাষক সফিকুল ইসলাম শিল্পী প্রমুখ।
এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,শিক্ষক, মাসিক আইনশৃঙ্খলা কমিটির সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় ইউএনও গত মাসের আইনশৃঙ্খলার বিবরণী পড়ে শুনান। এরপর সড়ক দুর্ঘটনা, চুরি, মাদকদ্রব্য প্রতিরোধ ও বিভিন্ন স্থানে যানজট নিরসনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
Leave a Reply