নওগাঁর মান্দায় ইউনিয়ন আওয়ামী’লীগের সমন্বয় কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁর মান্দায় ইউনিয়ন আওয়ামী’লীগের সভাপতি সাধারণ সম্পাদক সমন্বয় কমিটির জরুরী এই সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমন্বয় কমিটির আহ্বায়ক ও ১৩নং কশক ইউপি চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির যুগ্ম আহ্বায়ক ও ৮নং কুসুম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ১৪ টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
এ সময় বক্তারা জানান আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাকেই দলীয় মনোনয়ন দেওয়া হবে সকলে মিলে নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে সর্বাত্মক কাজ করে যাব।
এ সময় সমন্বয় কমিটির আহবায়ক ফজলুর রহমান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ইউনিয়নে নির্বাচনী কেন্দ্র ভিত্তিক নির্বাচন পরিচালনা জন্য ১০১ সদস্য বিশিষ্ট কমিটি করার সিদ্ধান্ত নেওয়া গ্ৰহণ করা হয়েছে।
এছাড়াও প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নিয়ে একটি বিশেষ বর্ধিত সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Leave a Reply