কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জুলাই-২৪ শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় লালমনিরহাটের পাটগ্রাম ফুটবল একাডেমি ও কুড়িগ্রামের চিলমারী রমনা ফুটবল একাডেমি একে অপরের মুখোমুখি হয়।
ভূরুঙ্গামারী উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাবেক খেলোয়াড়দের সহযোগিতায় ভূরুঙ্গামারী পাবলিক লাইব্রেরি ও ক্লাব ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম ফেরদৌস টুর্নামেন্টের উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মধ্যে ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন, ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী, ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক,
সাবেক খেলোয়াড় রোকনুজ্জামান রোকন, শাহিন ব্যাপারী, গোলাম কাদের সিদ্দিকী রনি, কুড়িগ্রাম জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাদিকুর রহমান সাদিক, ইয়াকুব রহমান শ্রাবণ প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply