বদরগঞ্জে সরকারি সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভায় এমপি ডিউকের।
সরকারি বিভিন্ন সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভা করেছেন বদরগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী (ডিউক)।
শুক্রবার বিকেলে মধুপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নুর আলম ভুট্টু’র সভাপতিত্বে মধুপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কোন সরকার দুস্থ রোগীদের চিকিৎসার কথা ভাবেন নাই,শেখ হাসিনার সরকার ভেবেছে।কোন সরকার ভাবেন নাই, কিভাবে অসহায় পরিবারের শিক্ষার্থীরা লেখাপড়া করবে,শেখ হাসিনা সরকার ভেবেছে।বঙ্গবন্ধুর নাতনি জননেত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল আজ প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছেন।
তিনি সারাদেশের প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও তাদের জীবন মান উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করছেন। আমি সেই সায়মা ওয়াজেদ পুতুলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে কাজ করতে চাই। এবং এ পর্যন্ত দুই উপজেলায় ৩টি প্রতিবন্ধী স্কুল চালু করেছি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বী সুইট, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ,পৌর মেয়র আহসানুল হক টুটুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোবধ কুমার বোষ,ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক রেজাউল করিম পান্না, ১০নং মধুপুর ইউনিয়ন সভাপতি আব্দুর রাজ্জাক মাষ্টার, সাধারণ সম্পাদক জাকারিয়া কবির,জেলা যুবলীগের সহ-সভাপতি ফারুক হোসেন বাবু।
Leave a Reply