ফেনীতে চিনিবোঝাই ট্রাকে আগুন।
বৃহস্পতিবার (২নভেম্বর) ভোরে ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় মালবোঝাই ট্রাকে আগুনের ঘটনাটি ঘটে ।
পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশন সূত্র জানায়, বিএনপি-জামায়াতের ৭২ ঘণ্টা অবরোধের তৃতীয় দিন বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোর রাতে এস আলম গ্রুপের চিনিবোঝাই ট্রাকটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে দুটি ইউনিট এসে আগুন নির্বাপণ করে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াইঅংপ্রু মারমা’র নেতৃত্বে পুলিশ টীম ও বিজিবির একটি টহল ইউনিট এবং ফেনী ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. ওয়াসি আজাদ (ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন অফিসার) এর নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে উক্ত আগুন নির্বাপণ করা হয়।
Leave a Reply