কুড়িগ্রামের নাগেশ্বরীতে চেয়ারম্যানের বিরুদ্ধে অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।
নাগেশ্বরীতে বল্লভেরখাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন করে বিক্রি করার অভিযোগ উঠেছে।
ভবিষ্যতে উজানের নদীর পানির স্রোতে এলাকাটি নদী গর্ভে বিলিন হয়ে যাওয়ার আশংকা করছে এলাকাবাসী।
নাগেশ্বরীর কুমেদপুর বাজারের দক্ষিণে কামারের চর এলাকায় মুজিব কেল্লা প্রল্পের মাটি ভরাটের কাজ চলছে। সুজোগ নিয়ে বল্লভেরখাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রভাব খাটিয়ে ব্যক্তি মালিকানাধীন ও খাষ জমিতে ৫টি অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু তুলে বিক্রি করছে।
পড়ুন>>ফেনীতে হি’ন্দু আইনজীবী কর্তৃক মু’সলিম গৃহবধূ ধ’র্ষণের শিকার
এ ব্যাপারে স্থানীয় রিপন মিয়া জানায়, যেভাবে ড্রেজিং করে বালু উত্তোলন করা হচ্ছে, তাতে আমাদের ধান ও পাট খেত ভেঙ্গে যাবে। এলাকার খোকন মিয়া ও কৃষক আব্দুল খালেক বলেন যেখানে বালু তুলছে তার পাশেই এবছর ভুট্টা আবাদ করেছি, এভাবে বালু উত্তোলন করলে আগামী বছর হয়তো আমার জমি নদী হয়ে যাবে।
সহকারী কমিশনার ভূমি আশিক আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি অফিস কাজে ঢাকায় অবস্থান করছি, তবে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহাম্মেদ বলেন, আমি বিষয়টি অবগত নই, অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
Leave a Reply