নীলফামারীর ডিমলায় প্রধানমন্ত্রীর কুরুচিপূর্ণ ছবি ফেসবুকে পোস্ট করায় যুবক আটক করা হয়েছে।
জেলার ডিমলা উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ছবি পোস্ট করায় আনোয়ারুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে ডিমলা থানা পুলিশ।
এবিষয়ে ডিমলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান প্রতিবেদককে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ ছবি পোস্ট করায় যুবকে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, আটককৃত যুবক আনোয়ারুল ইসলাম বুধবার বিকেলে “স্বপ্নময় পৃথিবী” ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ রাস্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি এডিট করে কুরুচিপূর্ণ পোস্ট দেয়।
আটককৃত যুবকের বিরুদ্ধে ডিমলা থানার মামলা নং-১৫,তারিখ, ২৬-১০-২৩ইং ধারা-২৫(২)/২৯৩১(২) সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এ মামলা রুজু করা হয়েছে। আটককৃত যুবককে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
Leave a Reply