সুনামগঞ্জ জেলার তাহিরপুরে চোরাই পথে কয়লা পাচার ঘটনায় ৮ মাসে ৩ জনের মৃত্যু, বিএসএফের হাতে আটক ৫, বিজিবিসহ আহত অর্ধশতাধিক।
উপজেলার রজনী লাইন, টেকেরঘাট, লাকমা, চারাগঁও, কলাগাও- বাশতলা, বিরেন্দ্রনগর ও বাগলী সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে সীমান্তের ওপারে ভারত থেকে চোরাই কয়লা আনতে গিয়ে গত ৮ মাসে কয়লার গুহায় মাটি চাপা পড়ে ৩ বাংলাদেশী শ্রমিকের মৃত্যু, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে ৫ বাংলাদেশী যুবক আটকের ঘটনা ঘটেছে।
কয়লার বস্তার ভাগবোটোয়ারা নিয়ে সীমান্তে কয়েকটি চোরাচালানকারী সিন্ডিকেট গ্রুপের মধ্যে বেশ কয়েকটি রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ ঘটনায় বিজিবি সদস্যসহ প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়েছে।
উপজেলার সীমান্ত এখন ভারতীয় কয়লা চোরাচালানের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।এ সীমান্তকে ব্যবহার করে স্থানীয় বেশ কয়েকটি কয়লা চোরাকারবারি সিন্ডিকেট চক্র প্রতি রাতেই ভারত থেকে চোরাই পথে নিয়ে আসছে।
জানা গেছে- পাচাঁরকৃত অবৈধ ১বস্তা কয়লা (৪০কেজি) থেকে টেকেরঘাট বিজিবি ক্যাম্পের নাম ভাংগিয়ে সোর্স ইসাক মিয়া চাঁদা নেয় ১শ টাকা, বড়ছড়া শুল্কস্টেশনে নাম ভাংগিয়ে সোর্স রতন মহলদার গং চাঁদা নেয় ৫০টাকা করে।
অন্যদিকে বালিয়াঘাট ক্যাম্পের বিজিবি, পুলিশ ও সাংবাদিকদের নাম ভাংগিয়ে চিহ্নিত চোরাকারবারী সোর্স ইয়াবা কালাম মিয়া ১বস্ত চোরাই কয়লা থেকে ১৭০টাকা হারে চাঁদা নেয় বলেও অভিযোগ করেন স্থানীয় এলাকাবাসী ও বৈধ কয়লা ব্যবসায়ীদের।
শুধু তাই নয়! গত ২০২০ সালের ২২শে অক্টোবর রাতে চোরাই পথে ভারত থেকে কয়লা আনার সময় গত বছর উপজেলার লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা বাঁধ দিলে বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ বাধে।
এসময় চোরাকারবারিদের পক্ষ নিয়ে স্থানীয় এলাকাবাসী ও বিজিবি সদস্যদের মধ্যে দাওয়া পাল্টা দাওয়া শুরু হয়। এতে বিজিবির দুই কর্মকর্তা, সৈনিক ও শিশুসহ ১০জন আহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি ১১ রাউন্ড এস এম জির ফাঁকা গুলি ছুঁড়ে।
স্থানীয় এলাকাবাসী ও সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, তাহিরপুর উপজেলার চানপুর, ট্যাকেরঘাট, বালিয়াঘাট, চাড়াগাঁও, ধীরেন্দ্রনগর ও বাগলী সীমান্ত এলাকা দিয়ে অবৈপথে ভারত থেকে কয়লা বস্তা আনতে গিয়ে গত (১৭ এপ্রিল ২০২২) বালিয়াঘাট সীমান্ত ফাঁড়ির লাকমা এলাকাদিয়ে চুরি করে কয়লা আনতে গিয়ে কোয়ারীর মাটি চাপা পড়ে মৃত্যু হয় উত্তর শ্রীপর ইউনিয়নের লাকমা গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে অনিক মিয় (২০) এর মৃত্যু হয়।
গত (৪ অক্টোবর) ট্যাকেরঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের কয়লা কোয়ারি থেকে চোরাই পথে কয়লা আনতে গিয়ে কয়লার গুহায় পাথর চাপায় উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামের কেনু মিয়ার ছেলে রুবেল মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়।
এবং গত (৭ নভেম্বর) চাঁনপুর সীমান্তের ১২০৫ পিলার অতিক্রম করে চোরাচালানের মাধ্যমে ভারতের ভিতরে কয়লা আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয় উপজেলার সীমান্তবর্তী চাঁনপুর গ্রামের কাদির মিয়ার ছেলে নজির মিয়া,একই গ্রামের সামসুদ্দিনের ছেলে জসিম মিয়া,পার্শ্ববর্তী আমতৈল গ্রামের মৃত হযরত আলীর ছেলে আশক আলী প্রমুখ ।
এদিকে গত (৩০শে ডিসেম্বর) শুক্রবার বাগলী রাত ৮টায় জেলার তাহিরপুর উপজেলার বীরেন্দ্রনগর সীমান্তের বাগলী শুল্কস্টেশন সংলগ্ন বাগলীছড়া দিয়ে ভারত থেকে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ ভাবে বিপুল পরিমান কয়লা পাচাঁর করে জিরো পয়েন্টে মজুত করে রাখে একটি চোরাকারবারি গ্রুপ।
ভারত থেকে রাজস্ব ফাঁকি দিয়ে এভাবেই অবৈধ ভাবে বিপুল পরিমান কয়লা পাচার হচ্ছে।
পরে বাগলী কয়লা ও চুনাপাথর আমদানী কারক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন চোরাই কয়লা পাচারে বাধা দিলে সমিতির ক্যাশিয়ার আলী হোসেন গ্রুপের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে দেশীয় অস্ত্রসস্ত্রসহ নিয়ে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়।
এ সময় সংঘর্ষে আনোয়ার খন্দকার(৩০), সালাম মিয়া (৩৫), হযরত আলী (৩৮), আলী আকবর (৩৬) ও মনির হোসেনসহ মোট ১০জন আহত হয়। তাদের মধ্যে আশংকাজনক অবস্থায় আনোয়ার খন্দাকার (৩০) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এবং অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
এঘটনাটি বিজিবি জানতে পেরে বাগলী ছড়ায় অভিযান চালিয়ে সীমান্তের জিরো পয়েন্ট থেকে ৫০ কেজি ওজনের ২৭০বস্তা অবৈধ চোরাই কয়লা ও ২০বোতল মদ জব্দ করে ক্যাম্পে নিয়ে যায়।
গত (৭ ডিসেম্বর) উপজেলা দুই চোরাকারবারি মাইঝহাটি গ্রামের ছালাম উদ্দিনের পুত্র ডালিম মিয়া ও একই গ্রামের হারুন মিয়া দু,জনেই চারাগাঁও সীমান্ত দিয়ে ভারত থেকে নিয়ে আসা চোরাই কয়লার বস্তার মালিকানা দাবি করে।
এতে কথা-কাটাকাটির এক পর্যায়ে দু পক্ষের আত্মীয় স্বজন নিয়ে সংঘর্ষে জিড়িয়ে পরে। এসময় সংঘর্ষে ডালিম মিয়া(৩২) ও তার চাচা হারিছ মিয়া (৪২)-সহ আরও ১০ জন আহত হয়।
Leave a Reply