গোটা রাজস্থান জুড়েই আর সি পি র দাবিতে বারানে ঐতিহাসিক সমাবেশ ভারতের জাতীয় কংগ্রেসের।
আজ ভারতের রাজস্থান রাজ্যের বারানেতে ভারতের জাতীয় কংগ্রেসের ডাকে বিরাট ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হয়। বর্তমানে ভারতের মরুভূমি অধিশোষিত ১৩টি, জেলার দাবি ছেড়ে গোটা মরু রাজ্যের মধ্যে ই আর সি পি প্রকল্প চালু করার দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজকের এই ঐতিহাসিক সমাবেশে বক্তব্য রাখেন, ভারতের জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী সি ভি বেনু গোপাল এবং রাজস্থান রাজ্যের এ আই সি সি র দায়িত্ব পালন কারী নেতা শ্রী সুখবিন্দর রজরায়ীজী।
এই সমাবেশে বক্তব্য রাখেন, রাজস্থান রাজ্যের পি সি সি সভাপতি শ্রী গোবিন্দ দোসরা এবং রাজস্থান রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী অশোক গৌলতজী।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজস্থান রাজ্যের বিভিন্ন জেলা ও পি সি সি নেতৃত্ব। এই সমাবেশে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়।
Leave a Reply