গৃহবধূকে ভয় দেখিয়ে ধর্ষণের দায়ে সাসপেন্ড মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য বাবর আলী সেখ।
এবার খোদ পশ্চিম বাংলার শাসক দলের মুর্শিদাবাদ জেলার ৫৬নাম্বার, জেলা পরিষদের সদস্য বাবর আলী সেখ সাসপেন্ড করা হয়েছে এক গৃহবধূ কে ভয় দেখিয়ে লাগাতার ধর্ষণের কারণে।
কারণ হিসেবে দেখা গিয়েছে যে জেলা পরিষদের সদস্য বাবর আলী সেখ নিজের প্রভাব কে কাজে লাগিয়ে এমন কুকর্ম করেছেন। তাই তাকে তৃনমূল দলের পক্ষ থেকে সাসপেন্ড করা হয়েছে।
তৃনমূল দলের পক্ষ থেকে দলীয় ভাবে তদন্ত শুরু করছে। পশ্চিম বাংলার বিধান সভার সদস্য ও মুর্শিদাবাদ জেলার দায়িত্ব পালন কারী সভাপতি শ্রীমতী সাহনী সিঙ রায় তদন্ত শুরু করছে।
তিনি বলেন যে তৃনমূল দলের পক্ষ থেকে এমন কুকর্ম জন্য দায়ী ব্যক্তিকে রেহাই দেবে না। তাই দল কোন ভাবে এই জেলা পরিষদের সদস্য বাবর আলী সেখ কে রেহাই করবে। ধৃত বাবর আলী সেখ বিরুদ্ধে কান্দি থানাতে ধর্ষণের মামলা রুজু করা হয়েছে।।
Leave a Reply