কুড়িগ্রামের চরাঞ্চলে স্থানীয়দের খাদ্য নিরপত্তায় নিজস্ব উদ্ভাবনী কাজে উদ্যোগ ফ্রেন্ডশিপের আলোচনা সভা
কুড়িগ্রামের চরাঞ্চলে স্থানীয়দের খাদ্য নিরপত্তায় নিজস্ব উদ্ভাবনী কাজে উদ্যোগ ফ্রেন্ডশিপের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।জেলায় সৃষ্ট প্রাকৃতিক দূর্যোগ ঝড়, বন্যা, খরা মোকাবেলায় চরাঞ্চলে বাসিন্দাদের টিকিয়ে রাখতে খাদ্য নিরাপত্তার বিষয়ে মুক্ত আলোচনা হয়।
সোমবার ২৭ মে কুড়িগ্রামের জেলা প্রশাসক মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বাংলাদেশের উত্তরাঞ্চলে বন্যা দুর্গত বাসিন্দাদের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি সক্ষমতা বাড়ানোর তাগিদ ও সুবিধা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠির খাদ্য নিরাপত্তা এবং পুষ্টি সহায়তা দারিদ্র বিমোচনের একমাত্র উপায় হিসেবে আলোচনায় উঠে আসে।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বরমান হোসেন,কুড়িগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজ্জাদ হোসেন,ফ্রেন্ডশীপ সংস্থার উপ-পরিচালক আহমেদ তৌফিকুর রহমান,কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান,ফেন্ড্রশীপের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকগণ।
ফ্রেন্ডশীপ সংস্থার উপ-পরিচালক আহমেদ তৌফিকুর রহমান বলেন, সুবিধা বঞ্চিত চরের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে দুই দশক আগে কাজ শুরু করেন ফ্রেন্ডশিপ প্রতিষ্ঠাতা রুনা খান। তাঁর মূল্য উদ্দেশ্য এসব বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো। এ ধারাবাহিকতায় মৌসুমী বন্যা এবং বন্যা পরবর্তী সময়ে ক্ষতির শিকার, এমন মানুষের জন্য প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টি নিশ্চিত করা এ কর্মসূচীর লক্ষ্য।
তিনি আরো বলেন, গরীব প্রতিবেশির জন্য সামর্থ্যবানদের রাখা এক মুঠ খাদ্য হতে পারে অনেক সমস্যার সমাধান। এজন্য টেকসই খাদ্য উৎপাদনে উঠান বাগানের কলাকৌশল রপ্ত করতে স্থানীয় বাসিন্দাদের সক্ষমতা বিস্তৃত করার তাগিদ দেন তারা।
Leave a Reply